পৃথিবীতে সবাই ভালোবাসা পায় না।এ পৃথিবীতে
অনেকেই ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা
করে,গভীর অপেক্ষা।এমনই অপেক্ষা হয়তোবা
কখনো শেষ হয় আবার কখনোবা হয় না।অপেক্ষা
করে ভালোবাসা না পাওয়ার মধ্যে জীবনে
থেকে যায় বড় একটি অপূর্ণতা,শূন্যতা।
অপরদিকে অনেকেই সত্যিকারের ভালোবাসা
পেয়েও মিথ্যে ভালোবাসার অভিনয় করে করে
ক্ষুণ্ণ করে একটি সম্পর্ককে,কলুষিত করে
ভালোবাসা নামক সম্পর্কটিকে।
অনেক কম এবং ভাগ্যবান মানুষেরাই অপেক্ষা ছাড়া
সত্যিকারের ভালোবাসার মানুষকে পায় এবং সম্পর্ক
টিকিয়ে রাখতে সক্ষম হয়।কিন্তু এমন সব মানুষের
সংখ্যা পৃথিবীতে অতি নগণ্য।
অনেকেই ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা
করে,গভীর অপেক্ষা।এমনই অপেক্ষা হয়তোবা
কখনো শেষ হয় আবার কখনোবা হয় না।অপেক্ষা
করে ভালোবাসা না পাওয়ার মধ্যে জীবনে
থেকে যায় বড় একটি অপূর্ণতা,শূন্যতা।
অপরদিকে অনেকেই সত্যিকারের ভালোবাসা
পেয়েও মিথ্যে ভালোবাসার অভিনয় করে করে
ক্ষুণ্ণ করে একটি সম্পর্ককে,কলুষিত করে
ভালোবাসা নামক সম্পর্কটিকে।
অনেক কম এবং ভাগ্যবান মানুষেরাই অপেক্ষা ছাড়া
সত্যিকারের ভালোবাসার মানুষকে পায় এবং সম্পর্ক
টিকিয়ে রাখতে সক্ষম হয়।কিন্তু এমন সব মানুষের
সংখ্যা পৃথিবীতে অতি নগণ্য।