পৃথিবীটা কি আসলেই বদলে গেছে?

রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি,পৃথিবীটা কি আসলেই বদলে গেছে?
.
বর্তমানে সংবাদপত্রের পাতা উল্টালেই কোনো না কোনো দেশে মানুষ মারার সংবাদ প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে।আমি আইয়্যামে জাহিলিয়াতের যুগ দেখিনি,কিন্তু আমার মনে হয় বর্তমান যুগের এসব হত্যাকান্ড সেই যুগের বর্বরতাকেও হার মানায়।পূর্বেও হত্যা,লুট,দূর্নীতি ছিলো এবং তা বর্তমানে তা আরও ব্যাপকভাবে লক্ষণীয়।তাহলে পৃথিবীটা বদলালো কৈ!
.
হ্যা,এটা বলা যায় যে পূর্বের তুলনায় মানুৃষ এখন সভ্য,মেধার যথার্থ ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণের জন্য অনেক কিছুই আবিষ্কৃত হয়েছে এখন।কিন্তু এমন সভ্য জাতির কি দরকার যারা নিজেদের সভ্যতা ধ্বংসের জন্য নিজেরাই উঠেপড়ে লেগেছে।তাই এখন পৃথিবী বদলে গেছে কথাটা নিতান্তই হাস্যকর মনে হয়।
.
কিন্তু পৃথিবী একদিন বদলাবে,সুন্দর হবে,যেদিন মানুৃষ নিজেদেরকে বদলাতে সক্ষম হবে,নিজেদের মন মানসিকতায় পরিবর্তন আনতে সক্ষম হবে।মানুষকে আগে বদলাতে হবে তারপর পৃথিবী এমনিতেই বদলে যাবে।আর মানুষকে পরিবর্তনের আগে নিজের মধ্যে পরিবর্তন আনাটা অত্যন্ত জরুরি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.