জীবনটাকে তখনই সার্থক মনে হয় যখন অন্যের সফলতায় নিজের অবদানটা রাখা যায়।সবসময় তো আমরা সবকিছু নিজের জন্যই করি,কখনো অন্য মানুষকে সাহায্য করে,অন্যের জন্য কিছু করে দেখুন মনে অনেক প্রশান্তি আসবে।সে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুক বা না করুক আপনার মন জানে তার সাফল্যে আপনার অবদান অনেক।
.
সাহায্য করতে না পারলেও কখনো কারও ক্ষতি করবেন না।কারন দেশে সাহায্য করার মানুষের খুব অভাব থাকলেও ক্ষতি করার মানুষের অভাব নেই তা পরীক্ষিত।
.
.
_____শূন্যহীন শূন্য
জীবনের সফলতা
0
April 23, 2016