জীবন চলার পথে অনেক সময় নিজের বড়ত্ব
জাহির করতে ছলনা বা প্রতারণার বিনিময়ে খাঁটি কিছু আশা
করে ফেলি,যা অনেক সময় পেয়েও যায়!
কিন্তু আজ বোকা ভেবে যার সাথে তুমি বা আমি
ছলনা বা প্রতারণা করলাম কাল বা কোনো একদিন সে
বুঝতে পারবে তুমি বা আমি তার সাথে ছলনা বা প্রতারণা
করেছিলাম।তখন তার কাছে তোমার বা আমার
অবস্হানটা বিশ্বাসঘাতক বা এর চেয়েও বড় যদি কিছু
থাকে সেটা।
বিশ্বাসঘাতক পরিচয়ে তার কাছে ঘৃণা বা অন্যকিছু উপহার
পেলে তুমি বা আমি লজ্জা এবং কষ্ট ছাড়া কিছুই পাবো
না।তুমি বা আমি যদি তার সাথে শুরুতেই ছলনা বা
প্রতারণার উৎপাদন না করতাম তাহলে বিশ্বাসঘাতক নামক
কষ্টদায়ক,লজ্জাদায়ক পরিচয়টার পরিবর্তে খাঁটি একজন
শ্রদ্ধাভাজন বা স্নেহভাজন হতে পারতাম এবং
সম্পর্কটাও অটুট থাকতো।ছলনা বা প্রতারণার করার
জন্য দুশ্চিন্তায়ও থাকতে হতো না।
সত্যিই ছলনা বা প্রতারণার বিনিময়ে কিছু স্বপ্নে
দেখাও ভূল।
ছলনা ও প্রতারণা
0
April 18, 2016