শুনেছিলাম স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্হা যা মানুষ ঘুমন্ত অবস্হায় অবচেতনমনে অনুভব করে থাকে।ঘুমের মধ্যে দেখা স্বপ্নকে ঘুমন্ত অবস্হায় বাস্তব মনে হয়।অনেক সময় আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতি স্বপ্নে বিভিন্নভাবে জুড়ে সম্ভব ও অসম্ভব সব ঘটনার রুপ নেয়।যা রাতে দেখা স্বপ্নটিকে আকর্ষণীয় করে তুলে এবং দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে।
কিন্তু কিছু মানুষেরা স্বপ্ন দেখতে চায় না।স্বপ্ন দেখতে তারা বড্ড ভয় পায়।তাদের অতীত তাদের স্বপ্ন দেখার পক্ষে অবস্হান করে না।অতীতের দু:সহ স্মৃতিগুলো স্বপ্নে ভেসে এলে মূহুর্তের মধ্যেই স্বপ্নটি দু:স্বপ্নে পরিণত হয়।এমনই দু:স্বপ্ন যেটি দ্বিতীয়বার দেখার ইচ্ছে হয় না।