হয়তো অবুঝ শিশুর মতো কেঁদে আবদার করতে পারব না,
নীরবে নি:শ্চুপ চলি অজানা উদ্দেশ্যে!
খুঁজি না কারো কাছে আমার গন্তব্য কখনো,
যদিও আমি একরোখা ভালবাসা লেনদেনের অপেক্ষায় ঘুম থেকে উঠে শেষে আবার ঘুমাতে যাই!!!
নীরবে নি:শ্চুপ চলি অজানা উদ্দেশ্যে!
খুঁজি না কারো কাছে আমার গন্তব্য কখনো,
যদিও আমি একরোখা ভালবাসা লেনদেনের অপেক্ষায় ঘুম থেকে উঠে শেষে আবার ঘুমাতে যাই!!!