-----আমি কে?-----
-----তুষার চৌধুরী (শূন্যহীন শূন্য)
.
আমি প্রাচীন, আমি নবীন,আমি অতীতের হঠাৎ মনে পড়া সস্তা কেরোসিনে জ্বালানো হারিকেনের সোনালী আলো!
আমি হাহাকার,আর্তনাদ,আহাজারির চলন্ত বর্তমান!
আমি মিথ্যে ভালবাসায় বখে যাওয়া প্রেমিক!
আমি রাস্তায় গভীর ঘুমে ছন্নছাড়া ঈশ্বরকে দেখতে পাই!
আমি ভবিষ্যৎ অন্ধকারের ছায়া দূর করতে ভেঁজা দেয়াশলাইয়ে আগুন জ্বালাতে ব্যস্ত!
যদিও বজ্রপাতের ঝলকে দেখা যায় আগামী!
আমি কে?আসলে আমি কেউ না!
-----তুষার চৌধুরী (শূন্যহীন শূন্য)
.
আমি প্রাচীন, আমি নবীন,আমি অতীতের হঠাৎ মনে পড়া সস্তা কেরোসিনে জ্বালানো হারিকেনের সোনালী আলো!
আমি হাহাকার,আর্তনাদ,আহাজারির চলন্ত বর্তমান!
আমি মিথ্যে ভালবাসায় বখে যাওয়া প্রেমিক!
আমি রাস্তায় গভীর ঘুমে ছন্নছাড়া ঈশ্বরকে দেখতে পাই!
আমি ভবিষ্যৎ অন্ধকারের ছায়া দূর করতে ভেঁজা দেয়াশলাইয়ে আগুন জ্বালাতে ব্যস্ত!
যদিও বজ্রপাতের ঝলকে দেখা যায় আগামী!
আমি কে?আসলে আমি কেউ না!